[english_date]

স্ত্রীসহ সাবেক এমপি চয়ন কারাগারে

বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চয়ন ইসলাম শাহজাদপুরের চরনবীপুর গ্রামের অধ্যাপক মাজাহারুল ইসলামের ছেলে।

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর সোমবার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, মামলায় জোসনা খানমের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১৯৯৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি হন চয়ন ইসলাম। এরপর কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন। দুই দশকেরও বেশি সময় তিনি এই পদে রয়েছেন। ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন চয়ন ইসলাম।

চয়ন ইসলামের বাবা মাজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ