৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্তনে মাদক পাচারের চেষ্টায় আটক তরুণী

শরীরে সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে আটক হওয়ার খবর প্রায়ই প্রকাশ্যে আসে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত কোনও পুরুষ৷ কিন্তু, এবার নিজের স্তনে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়লেন হন্ডুরাসের এক তরুণী৷দেড় কেজি কোকেন পাচার করার সময় কলম্বিয়ার রাজধানী বোগোটার বিমানবন্দরে তাকে আটক করা হয়৷পাওলা দিয়ানিরা সাবিলন নামে ২২ বছর বয়সী ওই তরুণী স্পেনে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রে খবর৷ কিন্তু, বিমানবন্দরে তার ভীতসন্ত্রস্ত রূপ দেখেই পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি করে তার স্তন থেকে কোকেন উদ্ধার করা হয়৷ কয়েকদিন আগেই সাবিলন তার স্তনে অস্ত্রোপচার করান বলে প্রাথমিক তদন্তের পর জানা গেছে।

উল্লেখ্য, কলম্বিয়ায় প্রতি বছর ৩০০ টন কোকেন উৎপাদন হয়। আর মাঝে মাঝেই প্রকাশ্যে আসে কোকেন পাচারের ঘটনা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ