[english_date]

স্কুল ছাত্র আদনান খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক ছাত্র।খুনিদের ফাঁসি দাবি সম্বলিত ডিজিটাল ব্যানার, হাতে লেখা পোস্টার ছিল ছাত্রদের হাতে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তারা জড়ো হয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দুপুরে নগরীর জামালখানে নিজ বাসার অদূরে আদনানকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমানকে আটক করে।

উদ্ধার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ