
সৌদি আরবের আভা শহরের একটি মসজিদে গত মাসের বোমা হামলায় নিহত ৪ বাংলাদেশির পরিবারের সদস্যরা এ বছর বিনা খরচে হজ করার সুযোগ পাচ্ছেন।
সৌদি বাদশা সালমানের পক্ষে শুক্রবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী সালেহ আল-আশেইখ এই নির্দেশ দেন। সৌদি বাদশার বিশেষ অতিথি হিসেবে তারা এই হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এরই মধ্যে নিহত চার বাংলাদেশির একজনের বাবা হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছালে তাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ। হামলায় নিহত এবং তাদের স্বজনদের প্রতি সম্মান জানাতেই সৌদি সরকারের এই উদ্যোগ বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৮