হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৮৯ হজযাত্রী। একই সঙ্গে বেসরকারিভাবে গিয়েছেন ৪০ হাজার ৯২৫ জন।
শনিবার (৪ জুন) দিনগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এদিকে হজের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন, যার মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। সবশেষ শনিবার (৩ জুন) আলী হোসেন (৬৭) নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।
পোস্টটি যতজন পড়েছেন : ১০০