১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, প্রাণ হারিয়েছেন ৪ জন

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৮৯ হজযাত্রী। একই সঙ্গে বেসরকারিভাবে গিয়েছেন ৪০ হাজার ৯২৫ জন।

 

শনিবার (৪ জুন) দিনগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এদিকে হজের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন, যার মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। সবশেষ শনিবার (৩ জুন) আলী হোসেন (৬৭) নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ