সৌদি আরবের মদিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ কামাল উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামাল উদ্দিনের বন্ধু জাহাঙ্গীর আলম বাবুল জানান, গত শুক্রবার বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল উদ্দিন দগ্ধ হন। পরে তাকে স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
কামাল উদ্দিনের মরদেহ বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা আছে। নিহত কামাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দয়ার পাড়া এলাকার আলী মিয়ার সন্তান।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৪