
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত ও তিন জন আহত। শনিবার সকালে আব্বাস ও সাইফুল নামে দুই বাংলাদেশি সপরিবারে ওমরাহ থেকে ফেরার পথে তাদের গাড়ি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২), আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) ও সাইফুলের ছেলে। তায়েফ থেকে ১৫০ কিলোমিটার দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।[ad id=”28167″]
এ ঘটনায় আরো তিন বাংলাদেশি গুরতর আহত হন। আহতদের তায়েফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্বাস উদ্দিন ও আহত সাইফুল ইসলাম একটি হাউস পেইন্ট কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার ২ সপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১১৫