৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদিতে সর্ববৃহৎ সামরিক অনুশীলনে ২০টি দেশের সেনা

সৌদিতে সর্ববৃহৎ সামরিক অনুশীলনে ২০টি দেশের সেনাসৌদিতে সর্ববৃহৎ সামরিক অনুশীলনে ২০টি দেশের সেনা সদস্যরা। সামরিক ইতিহাসে সর্ববৃহৎ এ অনুশীলনের নাম দেয়া হয়েছে ‘রাআ’দ আল শামাল’। সৌদি আরবের উত্তরে অবস্থিত হাফর আল বাতিন এলাকায় বাদশা খালেদ মিলিটারি সিটিতে এই অনুশীলন হওয়ার কথা রয়েছে। এতে আরব, ইসলামিক ও বন্ধুপ্রতীম ২০টি দেশ অংশ নিচ্ছে।

দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, সেনেগাল, সুদান, কুয়েত, মালদ্বীপ, মরক্কো, চাদ, তিউনিসিয়া, কমোরোস, জিবুতি, ওমান, কাতার, মালয়েশিয়া, মিশর, মৌরিতানিয়া, মৌরিতিয়াস ও পেনিনসুলা শিল্ড বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এতে বলা হয়, লড়াইয়ের সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই এ অনুশীলনের উদ্দেশ্য। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এ তথ্য দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ