হজ পালনের সময় সৌদি আরবে পদদলিত হয়ে ৪ শতাধিক হাজি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সৌদি সিভিল ডিফিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মক্কা থেকে ৯ কিলোমিটার দূরে মিনায় জামারাতে এ দুর্ঘটনায় ৪৫৩ জন নিহত ও ৭ শতাধিক হাজি আহত হন। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় বিবিসি। এখন পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এর আগে, ২০০৬ সালে মিনায় পদদলিত হয়ে ৩শ’ ৬৪ জন হাজির মৃত্যু হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 261