সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেল ভয়াবহ আত্মঘাতী হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো বেশি কয়েকজন।
রোববার সকালে হোটেল সাফির মূল ফটকের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে হোটেলের নিরাপত্তারক্ষীদের বন্দুকযুদ্ধ হয়। তবে এতে কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। হামলার পর এক টুইটার বার্তায় আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া (অ্যামিসন) বলেছে, পরিস্থিতি বর্তমানে অ্যামিসন ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তাৎক্ষণিকভাবে আল শাবাব সশস্ত্রগোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
দেশটির পুলিশ কর্মকর্তা মেজর ওসমান আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আত্মঘাতী হামলার কিছুক্ষণ পর আরো একটি বোমা হামলা হয়। এরপর হামলাকারীরা হোটেলের ছাদ থেকে আমাদের ওপর গুলিবর্ষণ করে।’
রাজধানীর কেন্দ্রস্থলে কে-৪ নামক এলাকায় হোটেলটির অবস্থান। মাঝে মাঝে হোটেলটিতে দেশটির আইনপ্রণেতা ও সরকারি দফতর হিসেবে ব্যবহার করা হতো।