২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবারও পুষ্পা জ্বরে কাঁপল ভারত, ৫ দিনে মোট আয় কত

বক্স অফিসে ‘পুষ্পা টু’ ঝড় থাকছেই না। সিনেমা মুক্তির ৫ম দিনেও পুষ্পা জ্বরেই কাঁপছে গোটা ভারত। আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না, ফাহাদ ফাসিলের এই ছবি সপ্তাহেরর শেষের দিকেও দারুণ ব্যবসা ধরে রেখেছে।
স্যাকনিল্কের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা টু: দ্য রুল’ বক্স অফিসে ৫৯০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
সোমবার ভারতে ‘পুষ্পা টু’ আয় করেছে ৬৫.১ কোটি টাকা। শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয় করে ছবিটি।
রোববার পুষ্পা টু দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবারের সংগ্রহ নিয়ে এখন পুষ্পা ২-র আয় ৫ দিনে ৫৯৪.১ কোটি টাকা।
এ তো গেল শুধু ভারতের হিসেব। বিশ্বজুড়ে এই আয় ইতোমধ্যেই হাজার কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে।
আল্লু অর্জুনের এই সিনেমা ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর থেকেই আয়ের ঝড় তুলেছে। পেছনে ফেলেছে বলিউডের একের পর এক সিনেমাকে।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজের ভূমিকায় দেখা যায়, যিনি এখন লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন।
‘পুষ্পা চ: দ্য রুল’ একই দিনে দুটি ভাষায় (তেলেগু ও হিন্দি) ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। একইসঙ্গে বাহুবলি টু ও জওয়ান সিনেমার প্রথম ৫ দিনের আয়ের রেকর্ডও ছাপিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ