পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর কথায় উঠে এল সোনিয়া ও রাজীব গান্ধীর সম্পর্কের রসায়ন। নিজের লেখা বইতে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী কুরসিদ কাশুরি লিখেছেন, “রাজীব হ্যান্ডসম ছিলেন বলেই সোনিয়া তাঁকে বিয়ে করেছিলেন।” নিজের বইতে ২০০৫ সালে সোনিয়া গান্ধীর সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে প্রাক্তন এই পাক বিদেশমন্ত্রীকে।
সদ্য প্রকাশ হয়েছে ‘নাইদার এ হাওয়ক নর এ ডাভ’ নামের বইটি। সেখানে কুরসিদ লিখেছেন, “২০০৫ সালে প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে আমি যখন ভারতে এসেছিলাম তখন আমার সঙ্গে সোনিয়া গান্ধীর দেখা হয়েছিল। সে বার আমি সোনিয়াকে নিজের কেমব্রিজে পড়াকালীন এক অভিজ্ঞতার কথা বলেছিলাম। তা শুনে সোনিয়া হেসে বলেছিলেন, ‘উনি প্রচণ্ড হ্যান্ডসাম ছিলেন। তাই ওনাকে বিয়ে করেছিলেম।’”
কী ঘটেছিল কেমব্রিজে পড়ার সময়?
কুরসিদের কথায়, “কেমব্রিজে পড়াকালীন আমি আর সোহাইল ইফতিকার একদিন দাঁড়িয়ে আছি। বিপরীত দিক থেকে এক সুপুরুষ যুবককে হেঁটে আসতে দেখে আমি সোহাইলকে জিজ্ঞাসা করি এই হ্যান্ডসম ছেলেটি কে? উত্তরে সোহাইল বলেছিল, ইনি জওহরলাল নেহরুর নাতি।” সেই স্মৃতিই ২০০৫ সালে সোনিয়াকে শুনিয়েছিলেন কুরসিদ।