সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গেল মার্কিন আদালতে। ১৯৮৪ সালের দাঙ্গায় শিখ সম্প্রদায়ের অধিকার লঙ্ঘন সংক্রান্ত মামলা মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। ওই দাঙ্গার ক্ষেত্রেই সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
মঙ্গলবার মার্কিন আদালতে এসএফজে(শিখ ফর জাস্টিস) সংক্রান্ত মামলার শুনানিতে তিন সদস্যের বেঞ্চ সোনিয়ার বিরুদ্ধে মানবাধিকার সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়েছে। বিচারপতি জোশ ক্যাবরেনেস, রেনা রাজ্ঞি এবং রিচার্ড ওয়েলেসলির ডিভিশন বেঞ্চ বলেছে, “সোনিয়ারা বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কোনও মেরিটই নেই মামলাটিতে।” একই সঙ্গে ২০১৪ সালের ৯ জুন দেওয়া ডিসট্রিক্ট কোর্টের রায়কে খারিজ করে দেওয়া হয়েছে।
মার্কিন আদালতের দেওয়া রায়ে খুশি সোনিয়া গান্ধীর আইনজীবী। তাঁর মতে এই রায় ঐতিহাসিক।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৬