২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার কর্মী গ্রেফতার

সোনা পাচারের অভিযোগেএয়ার ইন্ডিয়ার এক কর্মীকে গ্রেফতার করা হয়৷ ধৃত ওই ব্যক্তির নাম লুপোলি অ্যালেসেন্দ্রো বলে জানা গিয়েছে৷ সুত্রের খবর, ইটালির রোমের আইজিআই বিমানবন্দরে লুপোলি গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ জানা গিয়েছে, লুপোলি প্রায় ৮০ হাজার টাকা মূল্যের সোনা পাচার করেছে৷ পুলিশ সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ওই কর্মী রোমেই কার্যরত ছিল৷ মিলানে এক কানাডিয়ান ব্যক্তি তাকে ওই সোনা হস্তান্তরিত করেছিল৷ ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

আধিকারিক সূত্রের খবর, গত সোমবার রোমোর আইজিআই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়৷ জানা গিয়েছে, বিমল নাগরাই নামের এক ব্যক্তিকে ওই সোনা হস্তান্তরিত করার কথা ছিল তার৷ যদিও নাগরাইকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ আধিকারিকদের অনুমান, পাচারের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে৷ এই চক্রের সঙ্গে বিমানসংস্থার আধিকারিকরাও যুক্ত রয়েছেন৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ