৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, র‍্যাবের গুলিতে নিহত ১

dhamrayশুক্রবার ভোর রাতে ধামরাই বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে এই অভিযানে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন এক চোর নিহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি রেজাউল করিম জানান। ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখার ছাদ কেটে ভল্টে ঢুকে চুরির চেষ্টা করার চেষ্টা চলছিল বলে জানা যায়।ওই ভবনের একটি বাসা থেকে নারী ও শিশুসহ মোট ছয়জনকে র‌্যাব আটক করেছে।বলা হচ্ছে, একই পরিবারের সদস্য পরিচয় দিয়ে তারা ওই ব্যাংকের ওপর তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তারা নিজেদের নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে তিন মাস আগে বাসা ভাড়া নেয়।নিহত মাসুকের (৫৫) লাশ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। তবে আটক সবুজ (৫৮), শিলা (১৮), রুমানা (২৫), তার ছেলে শাকিল (৮), বাদশা মিয়া (৩৮) ও রিয়াজ উদ্দিনকে (৪৮) র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন  র‌্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল।

সুপ্রভাত মণ্ডল জানান তথ্য পেয়ে রাত ৩টার দিকে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলে বলে ।তিনি জানান “অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাসা থেকে র‌্যাবের দিকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি করলে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। ওই সময়ই মাসুদ নিহত হয়।”

র‌্যাব সদস্যরা পরে ভবনে ঢুকে কংক্রিট কাটার সরঞ্জামসহ বাকিদের আটক করে জানিয়ে এসআই মণ্ডল বলেন, “দেড় বছর আগে গাজীপুরে একটি ব্যাংকে একইভাবে চুরির সঙ্গে জড়িত ছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”ঘটনাস্থলে উপস্থিত র‌্যাবের এডিশনাল ডিআইজি খন্দকার লুৎফুল কবির উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ