সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁয়ের কান্দারগাঁও এলাকায় মোহাম্মদ আলী হত্যার তিনদিন অতিবাহিত হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে ২৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলা পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের আরজান আলীর ছেলে মোহাম্মদ আলীকে কান্দারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে শামীম মিয়া রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে ভবনাথপুর কবরস্থানের কাছে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন ও তার সহযোগী জসিম মিয়া, হামিদ মিয়া, হাবিবুর রহমান, শহিদুল্লাহ ও শামিম সরকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২০১২ সালের ১২ জুলাই রিপন হত্যা, ২০১৪ সালে ১৭ জুন সাধন হত্যা, ২০১৫ সালে ১১ মে গোলজার হত্যা, ২০১৪ সালে ১৫ জুন চাঁদাবাজি, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি বজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্ঠা, ২০১৭ সালে ১৭ ফেব্রুয়ারি নৌযানে চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের দাবী, মোহাম্মদ আলীকে পূর্ব শত্রুতার জের ধরেই সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।
এদিকে আটককৃত পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, থানা পুলিশ তাদের আত্মীয়স্বজনদের আটক করে থানা হাজতে তিনদিন ধরে আটকে রেখেছে। যা তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, নিহত মোহাম্মদ আলীর মা শিউলী বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইউপি সদস্য মোশারফ হোসেনকে প্রধান আসামি করে ২৩জনের নাম উল্লেখ ও ১০-১৫জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ বন্ধু শামীম মিয়া তাকে (মোহাম্মদ আলীকে) বাড়ি থেকে ডেকে নেয়। এরপর এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এতে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতরের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, রবিবার সকালে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।