[english_date]

সেলফি তুলতে মরিয়া চিতা

বাঘের থাবায় কৌতুহলী, অতি উৎসাহীদের অকাল মৃত্যুর ঘটনার সাক্ষী রয়েছেন অনেকেই ৷অনেকেই দেখেছেন জীবন ও মৃত্যুর এক অসম লড়াই৷ কেউ বাঘকে মালা পড়াতে গিয়ে মৃত্যু ডেকে এনেছেন, কেউ আবার পা পিছলে খাঁচায় পড়ে গিয়েছেন৷প্রতিটি ক্ষেত্রে ফলাফল এক৷ মৃত্যু হয়েছে তাদের৷ কিন্তু, এবার চিতার ফটো তুলতে গিয়ে বোকা বনে গিয়েছেন এক ফটোগ্রাফার৷তাঁকে আক্রমণ করার বদলে চিতার লক্ষ্য হয়ে ওঠে ক্যামেরা৷ক্যামেরা ছিনিয়ে নিয়ে সেলফি তোলার চেষ্টা করতে দেখা যায় টিয়া নামে ওই চিতাটিকে৷দক্ষিণ আফ্রিকার হোয়েডস্প্রুট এনডেঞ্জারড স্পেসিস সেন্টারের ঘটনা৷

আক্রমণ করার থেকে তিনি কী করছেন তা জানতেই চিতাটি বেশি আগ্রহী ছিল বলে জানিয়েছেন ফটোগ্রাফার রাসেল ম্যাকলাফলিন৷স্পেসিস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলাতেই টিয়া ও জোরাকে ছেড়ে চলে যায় তাদের মা৷এরপর থেকে এনডেঞ্জারড স্পেসিস সেন্টারের কর্মীরাই তাদের লালন পালন করে৷এর ফলে মানুষ দেখলেই তারা খুব একটা আক্রমণ করে না৷তবে, টিয়ার সেলফি প্রেমের কথা জানা ছিল না বনকর্মীদের৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ