২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেমিতে মুখোমুখি পেজ-বোপান্না

ভারতীয় টেনিস সমর্থকরা ইউএস ওপেনে এবার দুই ভারতীয় টেনিস তারকার লড়াই তরিয়ে তরিয়ে উপভোগ করবেন ৷ ইউএস ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে মুখেমুখি লিয়েন্ডার- মার্টিনা হিঙ্গিস ও রোহন বোপান্না-চ্যং জুটি ৷ অনবদ্য লিয়েন্ডার- মার্টিনা হিঙ্গিস ৷ দুরন্ত রোহন বোপান্না-চ্যং৷ এই দুই ভারতীয় টেনিস তারকা নিজেদের মহিলা জুড়ি নিয়ে ইউএস ওপেনের মিক্সড ডাবলসে উঠলেন ৷ এবার দেখার কে কাকে টেক্কা দিয়ে ফাইনালে উঠতে পারেন ৷

রোমানিয়ান জুটিকে হারিয়েছেন পেজরা৷অন্যদিকে বোপান্নারা ৭-৬, ৫-৭ ও ১৩ -১১ গেমে হারিয়েছেন চাইনিস তাইপে জুটিকে ৷  দুই ভারতীয় তারকাই মনে করছেন যেভাবে কোয়ার্টার ফাইনাল খেলেছেন সেই ফর্ম ধরে রাখতে পারলে তাদের সেমিফাইনাল জিততে কোনও সমস্যা হবে না৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ