১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেমিতে উঠে জোকোভিচের ফেদেরার স্মরণ!

চোটকে হার মানিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে জিতেই চলেছেন নোভাক জোকোভিচ। গতকাল রাশিয়ার আন্দ্রে রুবলেভকে হারিয়ে সার্বিয়ান তারকা পা রেখেছেন সেমিফাইনালে। জোকোভিচের জয়টা সরাসরি ৬-১. ৬-২, ৬-৪ গেমে। চোট সত্ত্বেও মেলবোর্নে জোকোভিচের কাছে পাত্তাই পাননি র‍্যাংকিংয়ের ৬ নম্বর তারকা রুবলেভ।

দারুণ এই জয়ের পর জোকোভিচ স্মরণ করলেন রজার ফেদেরারকে। শুধু স্মরণ করা নয়, কোর্টে দাঁড়িয়েই জোকোভিচ করতালির মাধ্যমে অভিনন্দন জানালেন ফেদেরারকে। সঙ্গে মেলবোর্ন পার্কের সমর্থকদেরও তাড়না দেন ‘রাজা ফেদেরারকে।

কোর্ট থেকে অবসর নিলেও ফেদেরার টেনিস থেকে দূরে নন। অস্ট্রেলিয়ান ওপেনের খেলা দেখতে তিনি এখন অস্ট্রেলিয়ায়। গতকাল জোকোভিচের জয়টি তিনি দেখেছেন গ্যালারিতে বসেই। কোর্টে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের ফাঁকে ফাঁকে ভিআইপি গ্যালারির এই বিশেষ দর্শকের দিকেও বারবার দৃষ্টি দিয়েছেন জোকোভিচ। ফেদেরারও প্রতিটি পয়েন্ট প্রাপ্তির পর করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

ম্যাচ শেষে টিভি উপস্থাপিকা জোকোভিচের জানতে চান গ্র্যান্ড স্লামে প্রথম সেমিফাইনালের কথা তার মনে আছে কি না। উত্তর দিতে গিয়েই জোকোভিচের মনে পড়ে যায় ফেদেরারের কাছে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে হেরে যাওয়ার কথা, ‘যত দূর মনে পড়ছে, ২০০৭ সালে ইউএস ওপেনে প্রথমবার সেমিফাইনালে উঠেছিলাম। সেমিফাইনালটা জিতেছিলামও। কিন্তু ফাইনালে ফেদেরারের কাছে হেরে যাই।’

কথাটি বলেই ফেদেরারের দিকে দৃষ্টি ফেরান জোকোভিচ। করতালির মাধ্যমে সুইস কিংবদন্তি অভিনন্দন জানাতে জানাতে বলেন, ‘সবাই ফেদেরারের জন্য করতালি দিন। সেই টেনিসের সত্যিকার রাজা। করতালি তার প্রাপ্য।’ জোকোভিচের এমন আহ্বানে মেলবোর্ন পার্কে করতালির গর্জন ওঠে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ