পঞ্চম বারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় সেপ ব্ল্যাটার পদত্যাগ করার পর এবার তার দুর্নীতি তদন্ত করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
মঙ্গলবার ফিফার এক অপ্রত্যাশিত সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে আজ ব্ল্যাটারের দুর্নীতি অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ বলেন, গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তারা ব্ল্যাটারের বিরুদ্ধে মামলা করার মত উপাদান খুঁজে পাবেন। ফিফায় দুর্নীতি ‘গভীরে প্রোথিত’।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, গত ২৪ বছরে প্রায় ১৫ কোটি ডলার (১২০০ কোটি টাকা) ঘুষ নেয়ার অভিযোগে ফিফার ১৪ কর্মকর্তারা বিরুদ্ধে তদন্ত চলছে।
ফিফার যে সাত কর্মকর্তারাকে জুরিখে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দুজনই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাইস প্রেসিডেন্ট। তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে।
গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে সুইজারল্যান্ডে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্রের কৌঁসুলীরা ফিফার অপরাধ তদন্ত শুরু করেছেন। গ্রেপ্তারের দুই দিনের মাথায় ফিফার পঞ্চম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাটার। কিন্তু নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় তিনি আবার পদত্যাগ করেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ব্ল্যাটার বলেন, উত্তরসূরী নির্বাচনের জন্য শিগগিরি ফিফার একটি বিশেষ অধিবেশন ডাকা হবে। তখন নতুন ভাবে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট খোঁজা হবে।
সেপ ব্ল্যাটার বলেন, ‘আমার সিদ্ধান্ত সবাই মানবে বলে মনে হয় না। তাই পদ থেকে সড়ে দাঁড়ালাম।
তিনি আরো বলেন, আমি ফিফা ও এর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আর আমি ফিফার স্বার্থের জন্যই পদত্যাগ করছি।
সেপ ব্ল্যাটার নিজেকে ফিফার ছাত্র উল্লেখ করে বলেন, ফিফা ফুটবলের সব থেকে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। আর আমি ঘনিষ্ঠ ছাত্র।
গত ২৯ মে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত নির্বাচনে অনেক সংশয় আর জল্পনা-কল্পনার মধ্যে পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৭৯ বছর বয়সী সুইস সেপ ব্ল্যাটার।
প্রথমে ব্ল্যাটারের একমাত্র প্রতিপক্ষ ছিলেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। ফিফা সভাপতি হওয়ার জন্য কোনো প্রার্থীকে ২০৯টি ভোটের অন্তত দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৪০ ভোট পেতে হয়।
প্রথম দফা ব্ল্যাটার ১৩৩ আর প্রিন্স আলী পান ৭৩ ভোট। বাকি তিন ভোট বাতিল হয়ে যায়।
নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে তার আর প্রয়োজন পড়েনি। কারণ দ্বিতীয় দফা নির্বাচনের আগে সরে দাঁড়ান প্রিন্স আলী।
ফিফার সাতজন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে জুরিখে গ্রেপ্তার করা হয় ফিফার বার্ষিক অধিবেশনে প্রেসিডন্ট নির্বাচনের দুদিন আগে।
আমেরিকান বিচার প্রক্রিয়ার অধীনে ফিফার ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও প্রতারণা অভিযোগ আনা হয়েছে।
২০১৮ ও ২০২২-এর বিশ্বকাপ অনুষ্ঠানের দায়িত্ব রাশিয়া ও কাতারকে দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ আলাদাভাবে আর একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।