সেনেগালের ফাতমা সাম্বা দিওফ সামৌরা প্রথম নারী হিসেবে ফিফা সেক্রেটারি পদে নিয়োগ পেলেন । ফাতমা ২১ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন । মেক্সিকোতে হতে যাওয়া ৬৬তম ফিফা কংগ্রেসের সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফাতমার নিযুক্ত হওয়ার ব্যাপারে ।
ফাতমা সম্পর্কে ইনফান্তিনো বলেন, ‘তার মত আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ মানুষদেরই দরকার যারা বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। তার দল গঠনের অসম্ভব ক্ষমতা রয়েছে।’ ফাতমা লিওঁ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স করেন । ১৯৯৫ সালে জাতিসংঘে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ছয়টি ভিন্ন দেশে কাজ করেছেন তিনি। জিবুতি, ক্যামেরুন, চাদ, ঘানা, মাদাগাস্কার এবং নাইজেরিয়াতে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি। মাতৃভাষা ফ্রেঞ্চ ছাড়াও তিনি ইংলিশ, ইতালিয়ান এবং স্প্যানিশে দক্ষ।
ফাতমা ফিফার এমন গুরুত্বপূর্ণ পদে নিজেকে আবিষ্কার করতে পেরে অনেক খুশি । তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আজকের এই দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আমি গর্বিত ফিফার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হতে পেরে। আমি বিশ্বাস করি ফিফার এই পদটি আমার দক্ষতা এবং কর্মক্ষমতাকে যাচাই করতে কার্যকরী ভূমিকা পালন করবে। যেটিকে আমি বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে পারবো। ’