পাকিস্তানের কোয়েটা প্রদেশে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ে এক কম্যান্ডার-সহ অন্তত চার লস্কর-এ-ঝাঙ্গভি জঙ্গি(এল ই জে) মারা গেল। পুলিসের এক আধিকারিক মঙ্গলবার রাতে জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক ফ্রন্টিয়ার কর্পসও আহত হয়েছেন।”
গতকাল রাতে এল ই জে জঙ্গিদের একটি কনভয় মাসতুং যাওয়ার পথে আটকায় নিরাপত্তারক্ষীরা। তখনই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।পালটা সেনাও গুলি চালাতে শুরু করলে তীব্র গুলির লড়াই বাঁধে। সেনা ও নিরাপত্তারক্ষীদের গুলিতে চার জঙ্গি মারা যায়। আহত পুলিশকর্মীদের কোয়েটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৫