মোহাম্মদ আব্দুর রহিম (বান্দরবান জেলা প্রতিনিধি) :
আর্থনিউজ২৪: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও সীমান্ত এলাকায় অভিযান চলাকালে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি মার্ক-২ রাইফেল,রাইফেলের ৭টি ম্যাগজিন, ২টি গ্রেনেড,একটি ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ সরজ্ঞাম উদ্ধার করেছে সেনা সদস্যরা।
রুমা উপজেলার মিয়ানমার সীমা এলাকায় শুক্র[review]বার সকালে এ অভিযান চলে। জেলার সীমান্ত ও দুর্গম এলাকাসমুহে সন্ত্রাস দমনের অংশ হিসেবে সেনাসদস্যদের এ অভিযান চলছে ক’দিন ধরে। শুক্রবার সকালে অভিযান চলাকালে সন্ত্রাসীদের সাথে সেনা সদস্যদের গোলাগুলি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯৩