নোয়াখালী জেলা যুবলীগের সহসভাপতি ও সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সেনবাগ থানা পুলিশের একটি দল অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারকে নোয়াখালী জজকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান।
পুলিশ জানায়, অনলাইনে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘দিদারুল ইসলাম দিদার নামের শিক্ষানবিশ এ অ্যাডভোকেট জেলা যুবলীগের সহসভাপতি এবং সেনবাগ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। অনলাইন ভিত্তিক রাষ্ট্রবিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। মঙ্গলবার নোয়াখালীর বিচারিক আদালতের পাঠানো হবে।