ভিনগ্রহের প্রাণীকে আমরা এলিয়েন বলি। কথিত আছে এরা বেশ শক্তিশালী। অনেক সিনেমা, উপন্যাস এদের নিয়ে। তবে এদের নিয়ে আবার ভিন্ন খবর।সূর্যের আলো ছাড়া আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে সম্ভব ছিল না, এটা বৈজ্ঞানিক সত্য। কিন্তু, খবর যেটা, এই পৃথিবীতে কতটুকু আলো পৌঁছবে, তা আসলে নির্ভর করছে কিছু উড়ন্ত চাকতির উপর। যারা সূর্যকে বেষ্টন করে ঘুরে চলেছে। হ্যাঁ, মঙ্গল নিয়ে গবেষণা চালাচ্ছেন, এমন কয়েকজন বিজ্ঞানীর ধারণা তেমনটাই।সম্প্রতি ইউএফও-লজিস্টরা বলছেন, তাঁরা এমন কয়েকটি ইউএফও(UFO)-কে এই সপ্তাহে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন!

প্রতীকী UFO
যারা কিনা সূর্যকে আবর্ত করে নিজের মতো ঘুরে চলেছে।এছাড়াও Solar Heliospheric Observatory থেকে সেই UFO-র কিছু ছবিও এসেছে। সূর্যের চারপাশে এই UFO-র উপস্থিতি এই প্রথম নয়। রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের দাবি,এইতো ছ-সাত বছর আগেও তাঁরা এমন উড়ন্ত চাকতি সূর্যের চারপাশে ঘুরতে দেখেছেন। ইউটিউবে সেই উড়ন্ত চাকতির ছবিও প্রকাশ করা হয়েছে। অদ্ভুত সবুজ আলোয় ঝলমলে গ্যাসীয় বলের মতো কিছু ভেসে বেড়াতে দেখা যাচ্ছে সূর্যের বুকে। দাবি, এগুলো আসলে ইউএফও। তাই রাশিয়ার দুই বিজ্ঞানী দাবি করেন, সূর্যের বুকে প্রতিদিন অসংখ্য UFO ভেসে বেড়াচ্ছে। বলা হয়, নিজের ইচ্ছেমতো এই উড়ন্ত চাকতিগুলো গতি কমায়-বাড়ায়। গতিপথও পরিবর্তন করে। কিন্তু কেন গতি কমে-বাড়ে, সেই কারণ যদিও অজানা। তবে, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যেটা মনে করছেন, ভিনগ্রহী এলিয়েনরাই সূর্যকে নিয়ন্ত্রণ করে চলেছেন। কিন্তু তবে কথাটা কতটা বাস্তবিক তা আসলে নিশ্চিত প্রমাণ নির্ভর।