১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সূচির পক্ষে সেনাবাহিনী

মিয়ানমারের নির্বাচনে বিজয়ী অং সান সু চির এনএলডির (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) দলকে সহায়তা করবে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতি সেনাপ্রধান মিন অং হ্লাইং এ কথা জানান।
বিবৃতিতে সেনাপ্রধান হ্লাইং বলেন, নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারকে সাধ্যমত তারা সাহায্য করবে।
রোববার মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনের ৪৭ শতাংশ ফলেই দেখা গেছে জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে মাত্র ৩৮টি আসন বাকি রয়েছে এনএলডির। তবে এখনও পর্যন্ত মিয়ানমারের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, দেশটির জাতীয় সংসদের ৬৬৪টি আসনের মধ্যে ৪৯১টি ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাকি আসনগুলো সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ