সুরা ইয়াসিনকে পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। পবিত্র কোরআনে কারিমের ৩৬তম এই সুরাটিতে ৮৩টি আয়াত ও ৫টি রুকু রয়েছে।
হাদিস শরিফে এই সুরাটি তিলাওয়াতে দুনিয়া ও আখিরাতে চারটি বিশেষ লাভের কথা উল্লেখ আছে। সেগুলো হলো-
১। এ সুরা একবার পাঠ করলে ১০ বার পবিত্র কোরআনুল কারিম খতম করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। (তিরমিজি, হাদিস : ২৮৮৭)
২। রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন পাঠ করবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব তোমরা তোমাদের মৃতদের নিকট এ সুরা পাঠ করো। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ২৫৭৪)
৩। রাসুল (সা.) আরও ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। আর যে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। (সুনানে দারেমি, হাদিস : ৩৪৮২)
৪। যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করে, তার ওই দিনের সব প্রয়োজন পূরণ করে দেওয়া হয়। (সুনানে দারেমি, হাদিস : ৩৪১৮)