টেনিস তারকা রজার ফেদেরার এবার যুক্ত হলেন সমাজ সেবায়। দক্ষিণ আফ্রিকার সুবিধা বঞ্চিত গোষ্ঠী মালাউইয়ের ফাউন্ডেশন পরিদর্শন করলেন সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। সেই সুবিধা বঞ্চিত শিশুদের সেবায় নিজেকে জড়িয়েও রাখার ইচ্ছেও প্রকাশ করলেন তিনি।
ফেদেরারের মা নিজেও ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত একজন নারী। তিনি দক্ষিণ আফ্রিকার গুয়েটাংয়ে জন্মেছিলেন। তাই আফ্রিকানদের প্রতি স্বাভাবিকভাবেই একটি টান রয়েছে ফেদেরার।
সেই আফ্রিকারই উপজাতিদের মধ্যে রয়েছে মালাউই উপজাতি। যেখানকার, শিশুরা শিক্ষা, পুষ্টি এবং সমাজের নানা অধিকার থেকে বঞ্চিত। তাদের সমাজে সেই সব সুবিধা ফিরিয়ে দিতেই এখন থেকে কাজ করবেন তিনি। এজন্য সেখানকার একটি ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হয়ে হয়ে দুস্থ শিশুদের জন্য অর্থ সংগ্রহ করবেন তিনি। সেই দুস্থ শিশুদের নিয়ে সোমবার সময় কাটিয়েছেন মিস্টার ফেডেক্স।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৪০