৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ফাঁকা

হবিগঞ্জের সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।কিছুদিন আগেও সকাল থেকেই বিদ্যালয়টির সামনে থেকে ভেসে আসতো ছাত্র ছাত্রীদের পড়ার আওয়াজ। বিদ্যালয়ের উঠোনেও দেখা যেত তাদের দুরন্তপনা। 
কিন্তু অপহsundraktikiরণের পর চার শিশু হত্যার ঘটনায় ভয়ে স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে বিদ্যালয়ের কোমলমতী শিশুরা। কারণ তারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী।
কথা বলে জানা যায় হত্যা হওয়া শিশু তাজেলসহ অন্য তিন শিশু খুবই ভদ্র ছিল। তারা বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করতো। তাদের হত্যার বিষয়টি অন্য শিশুদের মনে ভয়ের জন্ম দিয়েছে।১২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের তিন শিশু ও স্থানীয় মাদ্রাসার এক শিশু নিখোঁজের পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে আসে। ১৭ ফেব্রুয়ারি নিখোঁজ শিশুদের মরদেহ পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।
বিদ্যালয়টির সকল শিক্ষকরা ৪ শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনওয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরাণী প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ