সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন ১২টি দেশের পর্যটন মন্ত্রী। হেলিকপ্টারে করে তারা ঢাকা থেকে বাগেরহাটে যাবেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার মধ্যে হেলিকপ্টারে করে বাংলাদেশের বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ ১২টি দেশের পর্যটন মন্ত্রী মংলা নেভাল হেলিপ্যাডে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন। পরে নদী পথে মংলায় অবস্থানরত এমভি টাংগুয়ার হাওড় নামে বিশেষ পর্যটন জাহাজে তারা সুন্দরবনের হারবারিয়া এলাকায় যাবেন। দুপুর আড়াইটায় তারা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৭২