পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য শাহীনুর রহমানকে আটক করেছে র্যাব-৬। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, খুলনা রেঞ্জের কয়রা উপজেলার বাদুরঝুলি এলাকায় বনদস্যুদের একটা দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে বনদস্যুরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহীনকে আটক করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন স্পটে লুকিয়ে রাখা ২৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৩১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।