৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুন্দরবনে আসছে ইউনেস্কো প্রতিনিধি দল

তেল ও কয়লাবাহী জাহাজডুবির পাশাপাশি রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কোর একটি প্রতিনিধি দল মার্চে বাংলাদেশে আসছে। দলটি তিন মন্ত্রণালয়ের পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকাবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে।

মূলত সুন্দরবনের ‘আউটস্ট্যান্ডিং ইউনিভার্সেল ভ্যালুস’ রক্ষায় সরকারের ম্যানেজমেন্ট পরিকল্পনা কী, তেল ও কয়লা জাহাজডুবির ঘটনায় কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং রামপালে বিদ্যুত্ কেন্দ্র নিয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রস্তুতি দেখতে তারা আসবেন। মার্চে সুবিধাজনক সময়ে প্রায় এক সপ্তাহের জন্য বিশেষজ্ঞ দলটি আসবে বলে জানা গেছে।

প্রতিনিধি দলে সিঙ্গাপুর, কানাডা ও জেনেভার বিশেষজ্ঞরা থাকবেন। আইইউসিএন-এর একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে থাকবে। ১৯৯৭ সালে বিশ্বের সর্ববৃহত্ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’র তালিকাভুক্ত করে ইউনেস্কো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ