১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুড়ঙ্গ সিনেমা পাইরেসি: দুই আসামি কারাগারে

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মনিরুল শেখ ও ইমামুল কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন।

অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। জামিনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় শনিবার সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ