
পাকিস্তানের মুলতানে রিক্সা স্ট্যান্ডের কাছে সিলিন্ডার ফেটে মৃত্যু হল অন্তত ছয়জনের। খবর ডন পত্রিকার। রবিবার বিকেলে মুলতানের ভেহারি রোডে রাখা একটি গ্যাস সিলিন্ডার আচমকাই সশব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় চারপাশ কেঁপে ওঠে। ঘটনাস্থলেই মারা যান ছয়জন। আহত ৩০।
ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। বিস্ফোরণের আসল কারণ জানতে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পুলিশের সন্দেহ, সিলিন্ডার বিস্ফোরণে এই ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে না। ঘটনার পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে স্ট্যান্ডের সব রিকশা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে অনেকেই শ্রবণশক্তি হারিয়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৬