২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরীয় ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছেন ওবামা ও পুতিন

সিরীয় শান্তি আলোচনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই জনের মধ্যে গতকাল রবিবার ফোনালাপের পরই তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব গ্রহণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। সিরিয়ার সমস্যা দূরীকরণে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য বিষয়কে আরো বেশি গুরুত্ব দেয়ার জন্য এই দুই নেতা জার্মানির মিউনিখে আলোচনা করার অঙ্গীকার করেছেন।

এদিকে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর নিকটবর্তী বিদ্রোহী অধিকৃত এলাকার আরো কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সিরিয়ার সরকারি বাহিনী। আলেপ্পোয় সাফল্যের পর সরকারি বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি রাক্কা প্রদেশের দিকে নজর দিয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমা জোট দাবি করে আসছে, সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে কাজ করছে রাশিয়া। যদিও বারবারই এ অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

ক্রেমলিনের পক্ষ থেকে আরো জানানো হয়, দুই নেতার বৈঠকের সময় উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হবে। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইএসসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সফলতা লাভ করতে সমর্থ হবে।

এর আগে শুক্রবার বিশ্বের পরা শক্তিগুলো সিরিয়ার সহিংসতা বন্ধে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। মূলত উভয়পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতেই এই যুদ্ধবিরতির ঘোষণা। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মানবিক দিকটিকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ