৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫০

সিরিয়ায় জঙ্গি ঘাঁটি ভাঙতে বিমান হামলা চালালো সেনা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে দামাস্কাসের উত্তর পূর্বের দৌমাতে বোমারু বিমান হামলা চালায় সিরিয়া সেনা। একটি বহুতলে এসে বোমা লাগে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে বাড়িটি। মৃতদের মধ্যে ২০ জনের দেহ সনাক্ত করা গিয়েছে। বাকি ৩২ জনের দেহ এখনও সনাক্ত করা যায়নি।

সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সাজিদ মাজিদ বলেছেন, “দেশের ওই অংশে বেশ কিছুদিন থেকেই জঙ্গি কার্যকলাপ বেড়েছিল। সেনা হামলা ছাড়া উপায় ছিল না।” তবে এটাই প্রথম নয়। গত সপ্তাহেও সিরিয়ার এক বাজারে বিমান হামলা চালানো হয়। তাতেও মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ