সিরিয়ার রাজধানীর কাছাকাছি জঙ্গী নিয়ন্ত্রিত একটি জনাকীর্ন এলাকায় বিমান ও রকেট হামলায় অন্তত ৭১ জন মারা গেছেন বলে জানিয়েছে দাতব্য চিকিৎসা সংস্থা Doctors Without Borders।
দামেস্কাস এর কাছে ডিউমার একটি বাজারে চালানো ঐ হামলায় আরো সাড়ে পাঁচশো মানুষ আহত হযেছেন। আহতদের প্রাথমিক ভাবে এমএসএফ সমর্থিত একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে, তুরষ্কের যুদ্ধ বিমান সিরিয়ায় ইসলামিক স্টেটকে লক্ষ্য করে শনিবার বিমান হামলা শুরু করেছে। তুরষ্কের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৫