৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিয়ায় কয়েক দফা সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ৬০

সিরিয়ায় বেশ কয়েকটি স্থানে কয়েক দফা সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে দেড় শো’র বেশি মানুষ। সিরিয়া সঙ্কট নিরসনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটলো।

বুধবার সামরিক বিমান হামলায় মধ্য দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে দুমা এলাকায় বেসামরিক নারী ও শিশুসহ ৩৭ জন, দামেস্কে ১২ জন এবং সাকবায় ১৩ জন নিহত ও ১শ’র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি মানবাধিকার সংস্থা।

এছাড়াও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় দামেস্কে ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে অর্ধশত’র বেশি মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ