ফ্রান্স বলেছে তারা সিরিয়ায় ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে। দু সপ্তাহ ধরে লক্ষ্যগুলো নির্ধারন করার পর তারা ওই হামলা চালালো।
কোথায় আক্রমণ চালানো হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্স বলেন প্যারিস আত্মরক্ষার জন্য ওই পদক্ষেপ নেয়। তারা ইসলামিক স্টেটের, ওই সব আশ্রয়স্থান, যেখানে, যারা ফ্রান্সের বিরুদ্ধ হামলা চালায় তাদের প্রশিক্ষন দেখা হয সেখানেই আক্রমন চালিয়েছে।
ফরাসী প্রেসিডন্ট ফ্রাসোয়া ওলান্দ বলেছেন রবিবার ভোরের আক্রমন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন ছাড়াই চালানো হয় তবে তাদের সঙ্গে তা সমন্বিত করা হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন ইরাক ও সিরিয়ায় বিদ্রোহীদের অবস্থানে হামলা চালায়।
পোস্টটি যতজন পড়েছেন : 483