১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বিদ্রোহীরা

সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে তারা বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, কারণ তাদের বিশ্বাস রাশিয়া তাদের উপর বিমান হামলা বন্ধ করবে না। এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় অস্ত্রবিরতির বিষয়ে বিশ্ব নেতাদের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তারা।

বাশার আল আসাদের পদত্যাগের দাবিটা তারা আবারো উত্থাপন করেছে। এর আগে এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে বাশার বলেছিলেন, যে তিনি বিদ্রোহীদের থেকে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ নেবেন। বিবিসির কাছে সিরিয়ার তিন বিদ্রোহী দল অস্ত্রবিরতির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, আমরা সবসময় রাশিয়ার বিষয়ে সন্দিহান। রক্ষণশীল আহরার আল শাম জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত সরকারের শেল হামলা বন্ধ, নাগরিকদের  জন্য নিরাপদ সীমান্ত পারাপার, বন্দী মুক্তি ও অবরুদ্ধ এলাকা মুক্ত করা না পর্যন্ত লড়াই করে যাবে। সিরিয়ার উত্তরের সাতটি বিদ্রোহী দলের জোট ফাইলাক আল শাম এর মুখপাত্র বলেছে, যতক্ষণ পর্যন্ত বাশার আল আসাদ না পদত্যাগ করছে ততদিন লড়াই অব্যাহত রাখবে। 

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে কমপক্ষে আড়াই লক্ষ মানুষ নিহত হয়েছে। এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিছু সিরীয় শহরে বছরব্যাপী যুদ্ধের কারণে মানবিক সাহায্যও পৌছানো যাচ্ছে না। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় কমপক্ষে ১ কোটি ৩৫ লক্ষ মানুষ এর জরুরি ত্রাণ সাহায্য প্রয়োজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ