১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তুরস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্ক যে হামলা করছে সেটি সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলে মনে করছে দেশটি। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

তুরস্ক বিশ্বাস করে যে, পিকেকে দীর্ঘ সময় ধরে তুরস্কের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে অন্যদিকে সিরিয়ার সীমানার মধ্যে প্রবেশ করে কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্কের হামলা করার ঘটনাটি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়া। শুধু তাই নয় সার্বভৌমত্ব লঙ্ঘনের এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সমর্থনে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক হামলা করছে এবং এর বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার সিরিয়ার রয়েছে বলে দাবি করে দেশটি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যানের কাছে লেখা সিরিয়া সরকারের চিঠিতে বলা হয়, তুরস্কের গোলন্দাজ বাহিনী সিরীয় ভূখণ্ডে শেল নিক্ষেপ করে সশস্ত্র গ্রুপকে সরাসরি সহায়তা করছে।  এদিকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ন্যাটোর গুরুত্বপুর্ণ সদস্য ফ্রান্স সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্ক যে হামলা করছে সেটি বন্ধ করার তাগিদ দিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স। ফ্রান্স বলছে, চলমান এই হামলা হয়তো পরিস্থিতিকে আরো খারাপের দিকেই নিয়ে যাবে।

কিন্তু তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেছেন, কুর্দিদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার সীমান্তের ওপারেও হামলা চলবে। কুর্দিদের সাথে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র একটি যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলে গত শনিবার থেকে আবারো কুর্দিদের উপরে হামলা করছে তুরস্ক। তুরস্ক বলছে, কুর্দি গ্রুপ পিকেকে গেরিলা যোদ্ধাদের সাথে জড়িত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ