সিরিয়ার নিহত আন-নুসরা ফ্রন্টের এক শীর্ষস্থানীয় কমান্ডার। স্থানীয় সূত্রে খবর, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে শনিবার রাত থেকে গুলির লড়াই চলছে। সিরীয় সেনা ও সন্ত্রাসবাদীদের প্রচণ্ড লড়াইয়ে আল-কায়েদার সঙ্গে যুক্ত এই গোষ্ঠীর কমান্ডার আবুল হাসান আত-তুসি নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রে খবর, আন-নুসরার জঙ্গিনেতা এই আত-তুসি ২০১২ সালে সিরিয়ায় যায়। এক সময়, আফগানিস্তানে রুশ ফৌজের দখলদারির সময় ওসামা বিন-লাদেনের সহযোদ্ধা হিসাবে কাজ করেছিল এই আত-তুসি৷ সাদ্দাম হুসেন জমানা খতম হওয়ার পরবর্তীকালে ইরাকে জঙ্গি সংগঠন গড়ার দায়িত্বে ছিল তুরস্কের কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসবাদী শক্তি গ্রে উলভসের প্রত্যক্ষ মদতপ্রাপ্ত আন-নুসরার এই নেতা। এছাড়া, ইদলিব প্রদেশে সরকারি সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে আল-কায়েদার সঙ্গে যুক্ত শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আন-নুসরা ফ্রন্টের হামলা প্রতিহত করার পরবর্তী সেনা অভিযানে এই সন্ত্রাসবাদীরা নিহত হয় বলে খবর।