৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরির মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবার ফেসবুক

আপনার সহকারী (অ্যাসিস্ট্যান্ট) থাকতে নিজের স্মার্ট ফোন হাতে কেন ব্যবহার করবেন? এতদিন অ্যাপেল গ্রাহকেরা বুক চিতিতে এই ডায়ালগটাই দিয়ে গিয়েছেন। এবার আপনার পালা। অ্যাপেল সিরির সঙ্গে প্রতিযোগিতায় এবার ফেসবুক মেসেজিং অ্যাপেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যোগ হচ্ছে। ‘এম’ অক্ষরের নীল রঙের আইকনটি আপাতত পরীক্ষার পর্যায়ে রয়েছে। কয়েকদিনের মধ্যেই হাতে গোনা কয়েকজনের কাছে পৌঁছবে অ্যাপটি।

ফেসবুক ম্যাসেজিং অ্যাপের মূল ডেভলপার ডেভিড মারকাস বলেন, “‘এম’ নামের এই পরিষেবার মাধ্যমে গ্রেহকেরা %0নিস কিনতে পারবেন, উপহার কিনে একজনের কাছ থেকে আর একজনের কাছে পাঠাতে পারবেন, বই ও রেস্তোরা বুক করা যাবে সহজে। এক কথায় এই নতুন পরিষেবা গ্রাহককে তাঁর এক অ্যাসিস্ট্যান্ট দেবে।”

গত কয়েকবছরে বিশ্বের সবথেকে পরিচিত মোবাইল অ্যাসিস্ট্যান্ট সিরি। এছাড়াও রয়েছে মাইক্রোসফট ও অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রতিযোগিতার বাজারে  ৭০০ মিলিয়ন ম্যাসেজিং গ্রাহকের কাছে নতুন চমক নিয়ে হাজির হতেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উদ্ভাবন করেছে ফেসবুক।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ