মোবাইল ফোনের সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ নেয়া বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
আজ বুধবার আইনজীবী হুমায়ুন কবির পল্লব এ লিগ্যাল নোটিশ পাঠান।
ওই আইনজীবী সাংবাদিকদের জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে আঙ্গুলের ছাপ নিয়ে ১৩ কোটির বেশি সিম নিবন্ধন যাচাই শুরু হয়েছে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম যাচাই করতে মোবাইল কোম্পানির কাছে আঙ্গুলের ছাপ দেয়াকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে এ পদ্ধতির নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এর বিরোধিতা করছেন অনেকে। এর পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী এই লিগ্যাল নোটিশ পাঠালেন।