৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিম নিবন্ধনে ‘আঙুলের ছাপ’ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন

টেলিটকের সিম কিনে বুধবার বেলা ১১টার দিকে সিম নিবন্ধনে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতি পুরোপুরি চালু হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে আমি শুধু পরামর্শ দিয়েছি। পুরো কাজটি করেছেন আপনারা। বাংলাদেশ হলো বায়োমেট্রিক পদ্ধতি চালু হতে যাওয়া দ্বিতীয় দেশ।’
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি অগ্রগতি। ১৬ ডিসেম্বর থেকে কেউ আর আঙুলের ছাপ না দিয়ে সিম কিনতে পারবেন না। এতে করে কারো পরিচয় শনাক্ত করা সহজ হবে।’
এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বায়োমেট্রিক পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।  বুধবার সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শন করে এ বিষয়গুলোর অগ্রগতি দেখেন সজীব ওয়াজেদ জয়। 
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর ৯০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। আর আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা।
এজন্য অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, অপারেটরদের মধ্যে এ নিয়ে পারস্পরিক মতৈক্য হয়েছে। সব অপারেটর নির্ধারিত সময়ে এ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ