৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিপিএল-এ সাকিবকে কেনা হয়েছে তৃতীয় সর্বোচ্চ দাম দিয়ে

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলোয়াড়দের ড্রাফটে সাকিবকে কেনা হয়েছে তৃতীয় সর্বোচ্চ দাম দিয়ে। প্রথম ধাপের খেলোয়াড়রা পেয়েছেন ১ লাখ ৬০, দ্বিতীয় ধাপে ১ লাখ ৩০ হাজার ডলারে।[ad id=”28167″]

১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রাফটে সাকিবসহ সাতজন বাংলাদেশি ছিলেন। তবে সাকিবকেই কেবল দলে নিয়েছে কেউ। ডাকা হয়নি মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুস্তাফিজকে।

বিপিএলের পর পিএসএলেও দুর্দান্ত খেলছেন তামিম। ​তবুও তাঁকে কেউ ডাকেনি। কদিন আগে আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে হায়দরবাদ সানরাইজার্স। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ময়কর আবির্ভাবের পরও মুস্তাফিজকেও ​নিল না সিপিএলের ছয় দলের কেউ।

সাকিবের দল জ্যামাইকা এবার বেশ ভালো স্কোয়াড গড়েছে। ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা আছেন। আছেন আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাও। বিপিএল কিংবা পাকিস্তান সুপার লিগে অনেক বড় তারকা না গেলেও এখানে এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, ডেভিড মিলাররা আছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ