৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএমপির বিবৃতির পর প্রতিবেদন পাল্টে দিল রয়টার্স

চট্টগ্রামের আদালতপাড়ায় গতকাল মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ওই প্রতিবেদনটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়।
রয়টার্সের সেই প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ‘উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খান’ নামের একজনকে উদ্ধৃত করে লেখা হয়েছিল, “A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong, said police officer Liaquat Ali.”
রয়টার্সের প্রতিবেদনে দেওয়া ওই বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী আদালতের বাইরে বিক্ষোভের সময় নিহত হয়েছেন।
পরে এক বিবৃতিতে সিএমপি জানায়, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি।
ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। তিনি কাউকে কোনো বক্তব্য দেননি।
সিএমপি জানিয়েছে, লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিবৃতির পর প্রতিবেদনে বক্তব্য পাল্টে দিয়েছে রয়টার্স।
সূত্র লিয়াকত আলীর নামও ফেলে দিয়েছে সংস্থাটি। সেখানে পুলিশ সূত্র ব্যবহার করে নতুন বক্তব্য যুক্ত করেছে রয়াটার্স। তারা এখন বলছে, “A Muslim lawyer was killed amid protests outside the court in Chittagong, police said.”
রয়টার্সের পরিবর্তিত প্রতিবেদনের বাংলা করলে দাঁড়ায়, চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন।
ভবিষ্যতে রয়টার্সসহ সব গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ