চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন পর্যায়ে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডলের নির্দেশে নগরীর হালিশহর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। সেখানে ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার প্রণব চৌধুরী ।
সিএমপির রেশন স্টোরে দায়িত্বরত পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ আলীকে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। আর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেবকে নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনে বদলি করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ নূরুল আবছারকে বাকলিয়া থানায় একই পদে বদলি করা হয়েছে। আর বাকলিয়া থানা থেকে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।
সিএমপির পুলিশ পরিদর্শক মো.হাসান ইমামকে বিশেষ শাখায় এবং কন্ট্রোল রুমের পরিদর্শক মোহাম্মদ জোবাইর সৈয়দকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের পরিদর্শক পদে বদলি করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।