মর্যাদার অ্যাশেজে মাত্র সাড়ে তিন দিনে হেরে গেলো অতিথি অস্ট্রেলিয়া। ১৬৯ রানের বড় ব্যবধানে অজিদের হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে লিড নিলো স্বাগতিক ইংল্যান্ড। ৪১২ রানের টার্গেটের জবাবে ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে, অজিরা তাদের প্রথম ইনিংসে করে ৩০৮ ও ইংল্যান্ড করে ৪৩০ রান।
১৯৪৮ সালের অ্যাশেজে সর্বোচ্চ ৪০৪ রান টার্গেট টপকে জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। তাই কঠিন এক টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। দলীয় ১৯ রানে ব্যক্তিগত ১০ রানে আউট হন ক্রিস রজার্স। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ১০৬ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ফেললে, ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। কিন্তু, লোয়ার অর্ডার ব্যাটসম্যান মিশেল জনসন প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু তাকে ৭৭ রানে ছেঁটে ফেলেন জো রুট।
এরপর কিছু সময়ের ব্যবধানেই জয় উল্লাসে মেতে উঠে ইংলিশরা। স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী ৩টি করে উইকেট নেন। বৃহস্পতিবার লর্ডসে সিরিজের ২য় টেস্টে মুখোমুখি হবে দু’দল।
