
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আইনি হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে আদালতে চার্জশিট দিয়েছে শিলং পুলিশ ।
ঢাকা থেকে অন্তর্ধানের দুই মাস পর গত ১১ মে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিনকে মেঘালয় পুলিশ আটক করে। অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করেছে শিলং পুলিশ।
ভারতে এ আইনে তার বিচার হবে বলে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু জানিয়েছেন।
এদিকে বিএনপির অবরোধ-হরতালে সাধারণ মানুষের প্রাণহানির মধ্যে অজ্ঞাত স্থান থেকে প্রায় এক মাস বিবৃতি পাঠিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আসা সালাহ উদ্দিনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ থাকায় তাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে আশঙ্কা করছেন তার স্ত্রী।
চিকিৎসার জন্য স্বামীকে সিঙ্গাপুর নিতে চান বর্তমানে শিলংয়ে অবস্থানরত হাসিনা আহমেদ।
তবে সালাহ উদ্দিনের বিরুদ্ধে শিলং পুলিশ যে অভিযোগ এনেছে, তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড।